আজ ব্রাজিল-মেক্সিকোর বিশ্বকাপ ফুটবল মহাযজ্ঞ

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সারাবিশ্বের ফুটবল প্রেমীরা প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও মেক্সিকোর খেলা দেখার জন্য। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে উভয় দলের সমর্থকরা। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় খেলাটি শুরু হবে রাশিয়ার সামারা এরিনা স্টেডিয়ামে। অতিকষ্ঠে শেষ ষোলে জাগা করে নেওয়ার পর শক্তিশালী ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে ইতিমধ্যই বিদায় নিয়েছে আর্জেন্টাইনরা। প্রত্যাশার চাপ বেশী থাকায় সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেননি মেসিরা।

বাংলাদেশে বিপুল সংখ্যক আর্জেন্টিনার সমর্থক রয়েছে। এরা সকলেই পরাজয়ের গ্লানি নিয়ে কষ্টে সময় পার করছে। ব্রাজিলের সমর্থকরা এদের কাটা গায়ে লবনের ছিটা দিচ্ছে। কেউ কেউ আবার ব্যাঙ্গ করে বলছেন, এক হালি কলা নিয়া আসলাম, এক হালি ডিম নিয়ে আসলাম ইত্যাদি। আবার কেউ কেউ আর্জেন্টাইন সমর্থকদের সমবেদনাও জানাচ্ছেন। তবে আর্জেন্টিনার পরাজয়ের ফলে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশে মানুষের আগ্রহ কমে গেছে। সারা বিশ্বের ফুটবল প্রেমীরা ব্রাজিল আর্জেন্টিনা এই দুই শিবিরে বিভক্ত। তাই এই দুটি দলের একটি না থাকলে খেলা নিয়ে মাতামাতি বহুলাংশে কমে যায়।

আজ ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী মেক্সিকো। এবারের বিশ্বকাপে মেক্সিকোও কোন দলকে ছাড় দিয়ে খেলছে না। তাই আজ ব্রাজিল-মেক্সিকো হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ব্রাজিল প্রেমীরা বিপুল আগ্রহ নিয়ে খেলাটি দেখার জন্য অপেক্ষা করছে। এই বিশ্বকাপের আজকের ব্রাজিল-মেক্সিকো খেলাটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। তবে শুনা যাচ্ছে নেইমাররা বেশ ছন্দে রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিলেরই জয়লাভের সম্ভাবনা বেশী। তবে ফলাফল জানতে খেলার শেষ অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *