ভারতের উত্তরখন্ডে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৪৪ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের উত্তরখন্ডে আজ রবিবার ভোরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়েছে। বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে বোয়ান থেকে রামনগরেরদিকে যাচ্ছিল। পথিমধ্য বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিসঙ্কটে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বাসটি ৬০ ফুট নীচে পড়ে গেলে তাত্ক্ষনিকভাবেই ৪৪ জন যাত্রী মারা যায়। আহত একমাত্র যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও বেশ আসংস্কাজনক। তবে এই দুর্ঘটনার কারন এখনো জানা যায়নি। সূত্রঃ এনডিটিভি।