ষড়যন্ত্রের অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকারীদের কয়েকজনকে বেদম প্রহার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দেশকে অস্থিতিশীল করার অভিযোগে কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে বেদম প্রহার করেছে ঢাবির এক দল ছাত্র। আজ সকাল ১১টায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কয়েকজন নেতাকর্মী ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জমায়েত হয়ে সভা করার সময় এই ঘটনা ঘটে। এই সময় একদল ছাত্র তাদের ঘিরে ফেলে ও প্রহার করতে থাকে। কোটা সংস্কার আন্দোলনের যুগ্ন আহবায়ক নূরুল হক নুর দৌড়ে পালাবার চেষ্টা করলে তাকে পিছন দিক থেকে তাড়া করে মাটিতে ফেলে বেদম প্রহার করা হয়। কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক হাসান আল মামুন ও যুগ্ন আহবায়ক ফারুক হাসান এই সময় সটকে পরেন।
উল্লেখ্য কোটা আন্দোলনের ফলে এক পর্যায়ে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের দাবি মেনে নেন। কিন্তু প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় সরকার বেশ চিন্তাভাবনা করেই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটিও চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬৫ করার জন্য সুপারিশ করেছে। যা আন্দোলনকারীদের অন্যতম দাবি। এছাড়া বিদ্যমান কোটা পদ্ধতিতেই অনেকগুলি সরকারী নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। কিন্তু কোটা আন্দোলনকারীরা সরকারকে আরো জটিল অবস্থায় ফেলার জন্য আন্দোলনের নামে নানা অপকৌশল গ্রহন ও প্রয়োগ করে যাচ্ছে।
কোটা আন্দোলনের পিছনে সরকার পতনের এজেন্ডা রয়েছে বলে সরকার গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে। কোটা আন্দোলনে ঘাপটি মেরে থাকা বিরোধী দলের ছাত্র সংগঠনের নেতারা এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দিতে নানাভাবে চেষ্ঠা করে যাচ্ছে যাচ্ছে বলে সরকারী দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।