বিশ্বকাপ ফুটবলের কারনে চাপা পড়ে গেছে টাইগারদের ওয়েস্ট ইন্ডিস সফর
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
টাইগাররা এখন ওয়েস্ট ইন্ডিস সফরে রয়েছে। এই সফরে উইন্ডিসদের সাথে ২টি টেষ্ট, ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা রয়েছে। কিন্তু বাংলাদেশসহ সারাদেশের মানুষ এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। ফলে টাইগারদের ওয়েস্ট ইন্ডিস সফর চাপা পড়ে যাচ্ছে। সকলের নজর এখন বিশ্বকাপ ফুটবলের দিকে।
গত ৩ দিন টাইগাররা ওয়েস্ট ইন্ডিজে অনুশীলন করেছে। আজ একটি প্রস্ততি ম্যাচ খেলার কথা রয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের সাথে। বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুলাইয়ের ৪ তারিখে শুরু হবে ১ম টেষ্ট ও জুলাইয়ের ১২ তারিখে শুরু হবে ২য় টেষ্ঠটি। আর প্রথম ওয়ানডে খেলাটি হবে ২২শে জুলাই, ২য়টি ২৬শে জুলাই ও ৩য়টি ২৮শে জুলাই। এরপর শুরু হবে টি-২০ সিরিজ। ১ম টি-২০ খেলাটি হবে ১লা আগষ্ট, ২য়টি ৫ই আগষ্ট ও শেষ এবং ৩য়টি হবে ৬ই আগষ্ট।