সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে-প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। ২০১৪ সালের নির্বাচনী ইসতেহারে এই বিষটি ছিল। তিনি বলেন, ইতোমধ্যে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আজ সংসদে রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালের ৫ এপ্রিলে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমি এ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করি। ইতি মধ্য ৯টি মডেল মসজিদ নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১০০টি মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করা হবে এ বছরই। পর্যায়ক্রমে বাকীগুলার কাজও সমাপ্ত করা হবে।