দ্বিগুনেরও বেশী ভোটের ব্যবধানে জাহাঙ্গীর গাসিক মেয়র নির্বাচিত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিগুনেরও বেশী ভোটের ব্যবধানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লক্ষ ১০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৬১১ ভোট। জাহাঙ্গীর আলম ২ লক্ষ ২ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে হাসান উদ্দিন সরকারকে পরাজিত করে গাসিক মেয়র নির্বাচিত হয়েছেন। চাচা ভাতিজার এই নির্বাচনে চাচা ভাতিজার কাছে হেরেছেন।
এর আগে গাসিক নির্বাচনে গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। গোলযোগের কারনে ৯টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়। গাসিক নির্বাচনের রিটার্নিক কর্মকর্তা গননা শেষে ৪১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন। বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচিত করায় গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।