মাদক নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত অভিযান অব্যহত থাকবে-আসাদুজ্জামান খান কামাল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যতদিন পর্যন্ত মাদক নিয়ন্ত্রনে না আসবে ততদিন পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অচিরেই মাদক নিয়ন্ত্রনে আসবে। এ জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হতে হবে। যে পর্যন্ত মাদক নিয়ন্ত্রনে আসবে সে পর্যন্ত অভিযান চলবে।
তিনি আজ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এইসব কথা বলেন। তিনি বলেন মাদক ব্যবসায়ীরা অস্ত্র ব্যবহার করছে। ফলে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা গুলি করে। এই অবস্থায় আত্ন রক্ষার্থে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।