দূরপাল্লার যানে বিকল্প চালক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দূরপাল্লার যানবাহনে বিকল্প চালক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পরিবহনের চালক ও সহকারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা, রাস্তার মাঝে প্রয়োজনে চালকদের বিশ্রামের ব্যবস্থা করা, রাস্তা পারাপারে সিগনাল মান্য করা ও সিটবেল্ট পরা ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ম হচ্ছে একজন চালক একটানা ৫ ঘণ্টার বেশী গাড়ী চালাতে পারবে না। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের বৈঠকে প্রধান মন্ত্রী আজ এই নির্দেশনা দেন। ঈদের পর বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এ সমস্ত নির্দেশনা দেন।