ইরাকী বিমান হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলে ৪৫ আইএস জঙ্গি নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকী বাহিনীর বিমান হামলায় ৪৫ আইএস জঙ্গি নিহত হয়েছে। ইরাক-সিরিয়া সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের শীর্ষ নেতারা একটি বাড়ীতে বৈঠকে বসবেন গোয়েন্দাসূত্রে এই খবর পেয়ে ইরাকী বাহিনী স্থানটিতে বিমান হামলা চালালে আইএসের বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ ৪৫ জন আইএস সদস্য নিহত হন।
সিরিয়ার পূর্বাঞ্চলের হাজিন শহরে সুরঙ্গ দিয়ে সংযুক্ত ছিল ৩টি বাড়ী। এই বাড়িগুলিতে আইএসের আস্তানা ছিল। সিরিয়ার এই অঞ্চলটি ছিল সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত সর্বশেষ অঞ্চল। আইএস ইরাকের প্রায় এক তৃতীয়াংশ স্থান দখল করে নিয়েছিল। পরে মার্কিন যৌথ বাহিনীর সহযোগিতায় যুদ্ধ করে ইরাক থেকে আইএসকে হটিয়ে দেয়। এদিকে সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়া ও ইরাক যৌথ হামলা চালিয়ে আসছে।