আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ ২৩শে জুন, বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে দলটি এদেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। এই দলের নেতৃত্বেই ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ৬৬টির ৬ দফা আন্দোলন, ৬৯ এর গন-অভ্যুথান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। স্বাধীনতার পরও আওয়ামীলীগই এই দেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন। এই সময় তার সাথে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্যান্যরা।