বিএনপির সময় ৬ বছর জেলে ছিলাম, চিকিৎসা পাইনি-এরশাদ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপির সময় ৬ বছর জেলে ছিলাম চিকিৎসা পাইনি। এমনকি চিকিৎসকের মুখও দেখিনি। তারা চাচ্ছিল আমি জেলেই মরে যাই’। তিনি আজ রংপুর সার্কিট হাউজে খালেদা জিয়ার চিকিৎসা প্রসংগে এসব কথা বলেন।

ফাইল ফটো
এরশাদ বলেন, খালেদা জিয়াতো সামরিক পরিবারের সদস্য। তিনি সিএমএইচে চিকিৎসা নিলে সমস্যা কোথায়? এছাড়া হাসপাতাল ঠিক করে দেওয়া ঠিক না। গাজীপুর নির্বাচন প্রসংগে এরশাদ বলেন, নির্বাচনে আওয়ামীলীগের অবস্থা ভাল। ভোট সুষ্ঠ হওয়ার ব্যপারে এক প্রশ্নে এরশাদ বলেন, তা দেখার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে তিনি ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে পৌছান। সেখান থেকে তিনি সড়কপথে রংপুর যান। রংপুরে পৌছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।