নরসিংদীর রায়পুরায় ছেলে ও মেয়েকে হত্যা করে বাবার আত্নহত্যা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদীর রায়পুরায় দুই ছেলে মেয়েকে হত্যা করে অটোচালক এক বাবা আত্নহত্যা করেছেন। নিহত দুই ছেলে মেয়ের নাম কাকলী আক্তার (৮) ও সোহান মোল্লা (৫)। আর আত্নহত্যাকারী বাবার নাম কাজল মোল্লা। মামলায় হেরে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
নিহত কাজল মোল্লা পরিবারসহ নরসিংদীর পুটিয়া নামক স্থানে থেকে অটোরিক্সা চালাতেন। তারবাড়ি রায়পুরা পৌর এলাকার তুলাতলীতে। তার বাড়ির পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাজল মোল্লা বিদেশ যাওয়ার জন্য এলাকার জামাই হিসাবে পরিচিত রুহুল আমীনকে টাকা দেয়। কিন্তু রুহুল আমিন টাকা ফেরত দিতে টালবাহনা করলে কাজল মোল্লা রুহুল আমীনের বিরুদ্ধে মামলা করে। বৃহস্পতিবার এই মামলার রায়ে কাজল মোল্লা হেরে যায়। তারপর কাজল মোল্লা দুই সন্তানকে নিয়ে বৃহস্পতিবার তুলাতলী হাসপাতাল সংলগ্ন নিজ বাড়িতে যায়। সন্ধ্যার পর কাজল মোল্লা দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়।
সকালে স্থানীয়রা তুলাতলী ঈদগাহ মাঠ সংলগ্ন বৃষ্টির পানি জমে থাকা একটি ডুবার পাশে কাজল মোল্লাসহ বাচ্চা দুটির লাশ দেখতে পায়। রায়পুরা থানা পুলিশ এসে লাশগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়।