ফরহাদ আলীর খুনীরা গুলি করতে করতে চেক পোষ্ট দিয়ে পালিয়ে যায়

বাড্ডায় দিনেদুপুরে আওয়ামীলীগ নেতা ফরহাদ আলী খুন হয়। গত শুক্রবার ১টা ৫৩ মিনিটে বাড্ডায় একটি মসজিদের সামনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। দুই খুনি  সিএনজি দিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলশান ১ এর গোদারা ঘাট এলাকায় চেক পোষ্টে পুলিশের চেকে পড়ে।

চেকের সময় লাল গেঞ্জি পরিহিত এক যুবক প্রথমে সিএনজি থেকে নেমে আসে। সে মোবাইল দেখার ভান করে ফুটপাত দিয়ে এগোতে থাকে। পুলিশ পিছন থেকে ডাকলে পকেট থেকে সিলভার কালার পিষ্টল বের করে গুলি করতে করতে পালিয়ে যেতে থাকে। সাদা গেঞ্জি পরিহিত অপর যুবকটিও সিএনজি থেকে নেমে গুলি করতে করতে পালাতে থাকে। পুলিশ তখন আত্ন রক্ষায় ব্যস্ত ছিল। পালিয়ে যাওয়া ও গুলি করার পুরো দৃশ্যটি আশেপাশের ভবনে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published.