ব্যাংক ঋণের সুদের হার ৯% এ নামিয়ে আনার ঘোষনা দিয়েছে বিএবি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্যাংক ব্যাংক ঋণের সুদের হার ৯% এর মধ্য নামিয়ে আনার ঘোষনা দিয়েছে। আজ বুধবার গুলশানে বৈঠক শেষে বিএবি এ সিদ্ধান্তের কথা জানায়। বৈঠকে সকল প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তারা জানান জুলাই থেকে ৩ মাস আমানতের ওপর ৬% এর বেশী সুদ ব্যাংকগুলি দিবে না। অপরদিকে ঋণের ওপর ৯% এর বেশী সুদ নিবে না।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ব্যাংক এ সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিছুদিনের মধ্য আরো একটি বৈঠক করে এ বিষয়ে পরবর্তী করনীয় ঠিক করবেন তারা।