জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্র নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র এই প্রদক্ষেপ গ্রহন করে। মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হেলি ও পররাষ্ট্র সচিব মাইক পম্পেও এই সিদ্ধান্তের কথা জাতিসংঘকে অবহিত করেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের হাই কমিশনার জাইদ রাদ আল-হুসেইন ওয়াশিংটনকে এই সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানান। বিশেষজ্ঞ্ররা ধারনা করছেন এর ফলে মানবাধিকার পরিষদ বিরাট ধাক্কা খেলো। যুক্তরাষ্ট্রের এই প্রদক্ষেপকে ইসরায়েল স্বাগত জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। প্যারিস জলবায়ু চুক্তি ও ইরানের সাথে পারমানু চুক্তি থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে দেশটি। ট্রাম্পের এই সমস্ত সিদ্ধান্তকে হটকারী বলে মন্তব্য করেছেন বিশ্ব নেতারা।