লেঃ জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর নতুন প্রধান নিযুক্ত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
লেঃ জেনারেল আজিজ আহমেদকে সেনাবাহিনীর নতুন প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সেনাবাহিনীর বর্তমান প্রধান আবু বেলাল শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন। আগামী ২৫শে জুন তিনি দায়িত্বভার গ্রহন করবেন। আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
লেঃ জেনারেল আজিজ আহমেদ ২০০৯ সালে বিজিবির ঢাকা সেক্টরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এর পর তিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি নিয়ে কুমিল্লা সেনানিবাসে দায়িত্ব পালন করেন। কুমিল্লা সেনানিবাসে দায়িত্ব পালনকালে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পান ও কুমিল্লা সেনানিবাসের জেওসি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি বিজিবির প্রধান নিযুক্ত হন। ২০১৬ সালে তিনি লেঃ জেনারেল হিসাবে পদোন্নতি লাভ করেন। তার বাসা রাজধানীর মোহাম্মদপুরে। তার বাবা বিমান বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।