গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজ থেকে আবার নির্বাচনী প্রচারনা শুরু
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ থেকে আবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকার কারনে এই নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। উচ্চ আদালতে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ও আওয়ামীলীগ প্রার্থী জাহাঙ্গীর আলম আপিল করলে স্থগিত আদেশ দূর হয়। উভয় দলের প্রার্থীরা ঈদের দিন অনানুষ্ঠিক নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ছিল।
নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গাজীপুর জেলা আওয়ামীলীগ নেতারা দিন রাত কাজ করে চলেছেন। সকল বিভেদ ভুলে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পর গাজীপুর আওয়ামীলীগ বেশ চাঙ্গা হয়ে উঠেছে। আগামী ২৬শে জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহন হবে।