খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ মিলেনি বিএনপি নেতাদের

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে আজ কারাগারে সাক্ষাৎ করতে পারেননি বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা আজ দুপুর সাড়ে ১২টার সময় বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে কারাগারে যান। কিন্ত কারাফটকের অদুরে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেয়। নিরাপত্তা কর্মীরা জানান, তাদের কাছে কোন অনুমতিপত্র না আসায় তারা ঢুকতে দিতে পারবেন না।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা তিনদিন পূর্বে অনুমতির জন্য আবেদন করেছিলেন। তিনি আবেদন পত্রের অনুলিপি দেখান। এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published.