সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত, চুক্তি সই
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্য ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত। আজ সিঙ্গাপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরের সেন্টোসা আইল্যান্ডের কেপিলা হোটেল এই বৈঠকের ঐতিহাসিক স্বাক্ষী। উভয় নেতা প্রথমে করমর্দন ও কুশল বিনিময় করেন। দুই দেশের মধ্য সম্পর্ক উন্নয়নে উভয় নেতা একমত হন। পারমানবিক নিরস্ত্রকরনেও তারা ঐক্যমত্য পোষন করেন। উভয় নেতাকেই প্রথম সাক্ষাতে নার্ভাস দেখাচ্ছিল। তারা একটি যৌথ ঘোষনায়ও স্বাক্ষর করেন।
দীর্ঘ এক বছর যাবৎ উভয় নেতা পরস্পরকে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এমনকি বিশ্লেষকরা এই দুই দেশের মধ্য যুদ্ধ বেঁধে যাওয়ার ধারনাও পোষন করছিলেন। আজকে দুই নেতার এই সাক্ষাতের মধ্য দিয়ে তা প্রশমিত হল।