বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজই বিএসএমএমইউতে নেওয়া হবে-আনিসুল হক

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বেগম খালেদা জিয়াকে আজই স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হবে। আজ আইন মন্ত্রনালয়ে বিচারকদের জন্য প্রাইভেট কার ও মাইক্রোবাস বিতরনকালে আইনমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, গত মঙ্গলবার খালেদা জিয়া কারাগারে মাইল্ড স্ট্রোক করেছিলেন। এই বিষয়টি দেখার জন্যই খালেদা জিয়াকে বঙ্গবন্ধু হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

উল্লেখ্য গতকাল বিকালে খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে দেখে এসে খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছেন বলে ব্যক্তিগত চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছিলেন। তবে কারা কর্তৃপক্ষ এই বিষয়টি  অবগত নয় বলে কারা সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.