গত মঙ্গলবার খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন-দাবি ব্যক্তিগত চিকিৎসকদের
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গত মঙ্গলবার বেগম খালেদা জিয়া কারাগারে মাইল্ড স্ট্রোক করেছিলেন। আজ বিকালে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা কারাগারে বেগম জিয়াকে দেখে এসে সাংবাদিকদের এই তথ্য জানান। বেগম জিয়া সেদিন দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেয়ে ৫/৭ মিনিট অজ্ঞান অবস্থায় ছিলেন। সেই সময় কি হয়েছিল তা তিনি বুঝতে পারেননি। আজ তার ব্যক্তিগত চিকিৎসকরা তার সাথে দেখা করতে এসে আলাপ করে বুঝতে পারেন তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। ব্যক্তিগত চিকিৎসকরা বলেন মাইল্ড স্ট্রোক মেজর স্ট্রোকের পূর্ব লক্ষন। কিন্ত খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোকের ব্যপারে কারা কর্তৃপক্ষ অবগত নন বলে কারা সূত্রে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা আজ শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে কারাগারে প্রবেশ করেন ও ৫টা ৪০ মিনিটে বেড়িয়ে আসেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহেদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল কুদ্দুস ও কার্ডিওলজিস্ট ডা. মামুন রহমান।