রাজধানীর ক্ষিলক্ষেত ডিপোতে বিআরটিসির ১১টি বাস পুড়ে ছাই

রাজধানীর ক্ষিলক্ষেত বি আর টিসি বাস ডিপোতে ১১টি বাস পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার সময় আগুনের সুত্রপাত হলে এই বাসগুলি পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ধারনা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
পুড়ে যাওয়া বাসগুলির মধ্য রয়েছে ৬টি একতলা ও ৫টি দ্বিতল বাস।