পারমাণবিক কর্মসূচী পুনরায় শুরুর ঘোষনা দিয়েছে ইরান

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইরান তাদের পারমাণবিক কর্মসূচী পুনরায় শুরুর ঘোষনা দিয়েছে। বিষয়টি ইরান জাতিসংঘকেও চিঠি দিয়ে জানাতে যাচ্ছে। তারা ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড তৈরির ক্ষমতা বাড়াবে। যেটি আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি অন্যতম প্রধান উপাদান। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি ব্যর্থ হলে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
গতমাসে যুক্তরাষ্ট্র এই পরমাণু চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। তবে ইরান পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের সরে যাওয়াকে সমর্থন করেনি যুক্তরাষ্ট্র, ফ্রাঞ্চ ও জার্মানি। এই তিনটি দেশ পরমানু চুক্তি বহাল রাখার পক্ষে মত দিয়েছে। ইরান পরমাণু চুক্তি ভেঙ্গে গেলে ইরান ইউরিনিয়াম সমৃদ্ধকরন কর্মসূচী আবার চালু করবে বলে সাফ জানিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সীকেও চিঠি দিয়ে ইউরিনিয়াম সমৃদ্ধকরনের সিদ্ধান্তটি জানিয়ে দিবে ইরান। এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আর কোন আলোচনা করবে না বলে ইরান জানিয়ে দিবে। দৃশ্যত এই বিষয়টি নিয়ে বিশ্ব রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠছে।