ইসরাইলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে না আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে ইসরাইলের সাথে প্রস্তুতি ম্যাচ না খেলার ঘোষনা দিয়েছে আর্জেন্টিনা। ৯ই জুন ইসরাইলের দখলকৃত জেরুজালেমে এই প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। বিতর্কিত জেরুজালেমে ইসরাইল-আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচ খেলার কথা শুনে জ্বলে উঠে ফিলিস্তিনিরা। শুরু করে প্রতিবাদ। ফিলিস্তিনিরা সাফ জানিয়ে দেয়, যদি মেসিরা জেরুজালেমে প্রস্তুতি ম্যাচ খেলতে আসে তাহলে সারা বিশ্বে মুসলিম তরুনরা আর্জেন্টিনার জার্সি পড়বে না। তারা আর্জেন্টিনার জার্সি পুড়িয়ে ফেলার কর্মসূচী গ্রহন করবে।
ইসরাইলীরা চেয়েছিল জেরুজালেমে এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করবে। অনেকটা স্বীকৃতি আদায়ের মতো ব্যপার। অবশেষে ফিলিস্তিনিদের প্রতি সম্মান জানিয়ে মেসিরা জেরুজালেমে প্রস্তুতি ম্যাচ খেলতে না আসার ঘোষনা দেওয়ায় ফিলিস্তিনিদের জয় হয়েছে।