সারা বিশ্বকে কাদিয়ে তাঞ্জানিয়ার সংযুক্ত দুই বোন মারা গেছেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
তাঞ্জানিয়ার সংযুক্ত জমজ দুই বোন মারা গেছেন। মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল ২১ বছর। তাঞ্জানিয়ার প্রেসিডেন্টের সূত্র থেকে এ তথ্য জানা গেছে। পূর্ব আফ্রিকার তাঞ্জানিয়ার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকা এনজোম্বেতে এই সংযুক্ত যমজ বোন ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। গত বছরের সেপ্টেম্বর মাসে এই অস্বাভাবিক অবস্থায় তাঞ্জানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা জনপ্রিয় হয়ে উঠেন। তাদের এই মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
তাদের নাম মারিয়া ও কোনসোলাটা। তাদের পেট ছিল পরস্পরের সাথে জোড়া লাগানো। ফুসফুস ও যকৃতও ছিল একটা। দীর্ঘদিন যাবৎ তারা শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারিয়া স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটায় মারা যায়। পনের মিনিট পর কোনসোলাটাও মারা যায়।