সিগারেট খেলে স্মৃতিশক্তি কমে যায়

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ধূমপানে স্মৃতি শক্তি কমে যায়, সম্প্রতি এক গবেষণায় তা উঠে এসেছে। ধোঁয়া কিংবা তামাকের পাতায় বিন্দুমাত্র কোন গুন নেই। তা সব সময়ই বিষাক্ত ও অত্যান্ত ক্ষতিকর। সিগারেটের ধোঁয়ার প্রভাবে অন্যান্য অসুখবিসুখের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যেতে শুরু করে।

নিকোটিন ছাড়াও সিগারেটের ধোঁয়ায় থাকা নানা ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে মস্তিষ্কের বাইরের দিকের স্তর কর্টেক্স বা গ্রে ম্যাটার ক্রমশ ক্ষয় হতে থাকে। সম্প্রতি এডিনবার্গ ইউনিভার্সিটি ও ম্যাকগিল ইউনিভার্সিটির একদল গবেষক সমীক্ষা করে এর প্রমাণ পেয়েছেন। গবেষক দলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ইয়ান ডিয়ারি। প্রায় ৫৫০ জন ধূমপায়ীর মস্তিষ্কের এমআরআই করে দেখা গিয়েছে, অধূমপায়ীদের তুলনায় এদের গ্রে ম্যাটারের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কম। প্রসঙ্গত, সেরিব্রাল কর্টেক্স অর্থাৎ, মস্তিষ্কের বাইরের স্তর মস্তিষ্কের মোট পরিমাণের দুই তৃতীয়াংশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। যে ধূমপায়ীদের উপর এই সমীক্ষা চালানো হয়েছে, তাঁদের গড় বয়স ৭৩ বছর। এদের প্রত্যেকেই দীর্ঘ দিন সিগারেটের নেশায় আসক্ত।

প্রফেসর ইয়ান জানান, কর্টেক্স বা গ্রে ম্যাটার ব্রেনের সব থেকে উন্নত অংশ। এই অংশই আমাদের বুদ্ধিবৃত্তি, ভাবনাচিন্তার শক্তি, কথা বলা ও বোঝা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা-সহ বিভিন্ন মানসিক বিকাশের নিয়ন্ত্রণ কেন্দ্র। তাই এই অংশের ক্ষয় হলে সামগ্রিক ভাবে বুদ্ধিশুদ্ধি কমে যায়। একই সঙ্গে গন্ধবোধ চলে যাওয়ার ঝুঁকিও বাড়ে। এমনিতেই বেশি বয়সে মস্তিষ্কের গ্রে সেলের কার্যক্ষমতা কিছুটা কমে যায়। তার সঙ্গে বুদ্ধির গোড়ায় যাঁরা নিরন্তর ধোঁয়া দিয়ে চলেছেন তাঁদের অবস্থা আরও কাহিল হয়ে পড়ে। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *