আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকেট বিক্রি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে টিকেট বিক্রির আগাম কার্যক্রম শুরু হয়। আজ দেওয়া হচ্ছে ১০ই জুনের টিকেট। ২রা, ৩রা, ৪ঠা, ৫ই ও ৬ই জুন দেওয়া হবে যথাক্রমে ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ই জুনের টিকেট। ৭৫% অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে সরাসরি কাউন্টার থেকে। বাকী ২৫% দেওয়া হবে অনলাইনে।
আজ ভোর রাত থেকে অগ্রিম টিকেট নেওয়ার জন্য কমলাপুর টিকেট কাউন্টারে দীর্ঘ লাইন দেখা যায়। একজন সর্বোচ্চ ৪টি টিকেট ক্রয় করতে পারবেন। তবে টিকেট ফেরত দেওয়া যাবে না।