সাগরে নিন্মচাপ, সমূদ্র বন্দরগুলিকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
উত্তরপূর্ব বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপটি অবশেষে নিন্মচাপে রুপান্তরিত হয়ে স্থলভাগেরদিকে এগিয়ে আসছে। তাই কক্সবাজার, চট্রগ্রাম, মঙ্গলা ও পায়রা সমূদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিন্মচাপটি আজই সমূদ্র বন্দরগুলি অতিক্রম করবে বলে আবহাওয়া অফিস থেকে জানান হয়েছে।
তবে নিন্মচাপটি স্থলভাগে এসে দুর্বল হয়ে বৃষ্ঠিপাত ঘটাবে। এই নিন্মচাপের প্রভাবেই গত ৩দিন যাবৎ সারাদেশে ভ্যবসা গরম পড়েছে। আশা করা হচ্ছে বৃষ্টির মধ্য দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে। নিন্ম চাপটির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার।