কানাডা আদালতের রিভিউতেও বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসাবেই থাকলো

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কানাডা আদালতের রিভিউতেও বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসাবেই থাকলো। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে আগের দেয়া রায় বহাল রেখেছে কানাডার ফেডারেল আদালত। কানাডার ফেডারেল আদালত দেশটিতে আশ্রয়প্রার্থী মোস্তফা কামাল নামে এক বিএনপি কর্মীর পক্ষ থেকে করা একটি রিভিউ আবেদনের প্রেক্ষিতে আবেদনটি খারিজ করে গত ৪ঠা মে এ রায় দেয়। ২১শে মে এই রায় ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। সেখানে কারনসহ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওয়েবসাইটের লিংকটি দেওয়া হল https://decisia.lexum.com/fc-cf/decisions/en/item/309948/index.do
উল্লেখ্য ২০১৫ সালে বাংলাদেশ ছেড়ে কানাডায় আশ্রয়প্রার্থী হন মো. মোস্তফা কামাল নামের বিএনপির এক কর্মী। তার বিষয়ে কানাডীয় সরকার আদালতকে তখন বলেছিল, তিনি বাংলাদেশে বিএনপি নামে যে রাজনৈতিক দলের সদস্য পরিচয়ে রাজণৈতিক আশ্রয় চাচ্ছেন, সেই রাজনৈতিক দল বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। কানাডীয় সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, বাংলাদেশ সরকারকে উৎখাতেও দলটি প্ররোচণা দিচ্ছে বলে যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে কানাডা সরকারের পক্ষ থেকে আদালতে দাবি করেন দেশটির জননিরাপত্তা ও জরুরি তৎপরতা বিষয়ক মন্ত্রী। কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সি (সিবিএসএ)-এর তৈরি একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এ দাবি করেন তিনি।