পলাশ ও আড়াইহাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদীর পলাশ ও নারায়নগঞ্জের আড়াইহাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়াও সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আরো ১০ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার রাতে নরসিংদীর পলাশে র্যাব-১১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হন। নিহত ব্যক্তির নাম ইমান আলী (৩৩)। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।
আড়াইহাজারে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাচ্চু খান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও বিদেশি অস্ত্র। আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের শিমুলতলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বাচ্চু রাজধানী ঢাকার উত্তরখান এলাকার আশরাফ খানের ছেলে বলে জানা গেছে।
এ ছাড়াও নেত্রকোনা, চট্টগ্রাম , ফেনী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নীলফামারীর সৈয়দপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্যও আহত হন। বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
এক সপ্তাহ যাবৎ চলা এই অভিযানে প্রায় ৪০ জন মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মাদকের বিরুদ্ধে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ আঁটসাঁট বেঁধেই মাঠে নেমেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছি। মাদকও নির্মূল করবো।