ঢাকাগামী বিমানের জেদ্দায় জরুরী অবতরন
ঢাকাগামী সৌদি আরাবিবিয়ান এয়ার লাইন্সের একটি বিমান জেদ্দায় কিং আব্দুল আজিজ বিমান বন্দরে জরুরী অবতরন করার খবর পাওয়া গেছে। সৌদি গেজেটের খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় রাত ১০টায় এয়ারবাস এ-৩৩০-২০০ বিমানটি ঢাকার উদেশ্য মদিনা বিমান বন্দর থেকে ছেড়ে আসে।
উড্ডয়নের পরপরই বিমানটির নোজ গিয়ারে ত্রুটি ধরা পরলে সৌদির আকাশে ১ ঘন্টা চক্কর দিয়েও পাইলট ত্রুটি সারাতে ব্যর্থ হয়ে অবশেষে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমান বন্দরে জরুরী অবতরন করে। অবতরনের সময় বিমানটির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকে। অবতরনের পরে দ্রুত যাত্রীদের উদ্ধার করে বিমান বন্দরেই ৭০ জনকে প্রাথমিক চিকিসা দেওয়া হয়। বিমানটিতে ১৪১ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল। যাত্রীদের অধিকাংশই বাংলাদেশী। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র।