সখীপুরে মৎস্যকন্যা জন্মের আড়াই ঘন্টা পর মৃত্যু
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
টাঙ্গাইলের সখীপুরে এক মৎস্যকন্যা জন্মের খবর পাওয়া গেছে। মারমেইড সিনড্রোম-এর শিকার শিশুটি জন্ম নেয়ার আড়াই ঘণ্টা পর মারা গেছে। উপজেলার বাঘেরবাড়ি গ্রামের কৃষক আনিছুর রহমানের স্ত্রী মর্জিনা আক্তার এই বিরল শিশুটির জন্ম দেন। স্থানীয় একটি হাসপাতালে রবিবার সন্ধ্যায় শিশুটির জন্ম হয়।
সাধারনত মারমেইড সিনড্রোমে আক্রান্ত শিশুদের পা জোড়া লাগানো থাকে। মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের মতো ও কোমর থেকে পা পর্যন্ত দেখতে মাছের মতো থাকে। কোন প্রজনন অংগ থাকে না-ফলে লিঙ্গ চিহ্নিত করা যায় না। সাধারনত প্রতি লাখে একজন এরূপ শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে।