মাদকের বিরুদ্ধে চলছে ব্যপক অভিযান, রবিবার রাতে বন্দুকযুদ্ধে ৯ মাদক ব্যবসায়ী নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সারাদেশে মাদকের বিরুদ্ধে চলছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যপক অভিযান। এই অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই একাধিক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যচ্ছে। এই অভিযানে রবিবার রাতে দেশের বিভিন্ন স্থানে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করেছি, মাদক ও মাদক ব্যবসায়ীদেরও নির্মূল করবো। র্যাব প্রধান বেনজীর আহমেদও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারী দিয়ে মাঠে নেমেছেন।
এদিকে গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে ৯ জন নিহত হয়েছে। এর মধ্য যশোহরে ৩ জন নিজেদের মধ্য গুলাগুলিতে মারা গেছে বলে জানা গেছে। নরসিংদীর পলাশে র্যাব-১১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হন। নিহত ব্যক্তির নাম ইমান আলী (৩৩)। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এছাড়া টাঙ্গাইল, রাজশাহী, ঝিনাইদহ, টংগী ও চুয়াডাঙ্গায় আরো ৫ জন মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এই সময় প্রচুর পরিমান মাদক ও অস্ত্র উদ্ধার হয়।