স্বপ্নের বনানী শাখাকে নানা অনিয়মের কারনে ১০ লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়াদোত্তীর্ণ মালামাল রাখা, ওজনে কম দেওয়া ও নির্ধারিত মূল্যের থেকে বেশী মূল্যে পন্য বিক্রিসহ নানা অনিয়মের কারনে স্বপ্নের বনানী শাখাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ভ্রাম্যমান আদালত বনানীস্থ স্বপ্নের এই আউটলেটে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে।
অভিযানকালে ভ্রাম্যমান আদালত দেখতে পায় এক বছর আগে মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমন কিছু বিদেশী কোমল পানীয় ফ্রিজে আছে। পচে যাওয়া কিছু প্যাকেটজাত খাবারও পাওয়া যায় স্টোরে। সিটি কর্পোরেশনের নির্ধারিত দাম ৪৫০ টাকার পরিবর্তে ৫৫০ টাকায় গরুর মাংশ বিক্রয় করতে দেখতে পায় ভ্রাম্যমান আদালত। এছাড়াও ২ কেজির পিয়াজের প্যাকেট মেপে দেখা যায় তাতে ১ কেজি ৮ গ্রাম পিয়াজ রয়েছে। এছাড়াও আরো কিছু গুরুতর অনিয়ম দেখতে পায় ভ্রাম্যমান আদালত। মেয়াদোত্তীর্ন ও নস্ট খাদ্য সামগ্রী জব্দ না করে ধ্বংস করা দেয় ভ্রাম্যমান আদালত।