কোটা আন্দোলনকারীদের পরীক্ষা বর্জন স্থগিত, ক্লাশ বর্জন চলবে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কোটা আন্দোলনকারীরা পরীক্ষা বর্জন কর্মসূচী স্থগিত ঘোষনা করেছে। তবে ক্লাশ বর্জন যথারীতি চলবে। আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই তথ্য জানিয়েছে। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য জানা যায়, পরীক্ষা বর্জন কর্মসূচী থকলেও প্রায় সকল বিভাগেই যথারীতি পরীক্ষা হচ্ছিল।
সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, কোটা আন্দোলনে জড়িত থাকার কারনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। কোটা আন্দোলনের কারনে সুফিয়া কামাল হলের কোন নিরপরাধ ছাত্রীকে যেন কারন দর্শানোর নামে হয়রানি না করা হয় সেই দাবিও তারা করছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নুর, ফারুক হোসেন প্রমুখ।