ঈদের আগের ৩ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে-কাদের

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঈদুল ফিতরের ৩ দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধ বহনকারী যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে। আগামী ৮ই জুনের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতের কাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব ইঞ্জিনিয়ারদের দেয়া হয়েছে। চন্দ্রার চার লেন তৈরির কাজও জুনের ৮ তারিখের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।
ওবায়দুল কাদের বলেন, হেরে গেলেই বিএনপি কারচুপির অভিযোগ আনে, নির্বাচন প্রত্যাখ্যান করে। বিএনপি না আসলেও নির্বাচন হবে। বীনা প্রতিদ্বন্ধিতার নির্বাচনের ফাদে এইবার তারা সরকারকে ফেলতে পারবে না। আগামী নির্বাচন অংশ গ্রহনমূলক হবে বলেও মন্ত্রী জানান। এই সময় তার সাথে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি,গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরসহ আরো অনেকে।