নাজিব রাজাকের বাড়ি থেকে ৭২ বস্তা ভর্তি অর্থ উদ্ধার

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়ি থেকে ৭২ বস্তা ভর্তি অর্থ জব্দ করেছে সেই দেশের আইন শৃংঙ্খলা বাহিনী। স্থানীয় সময় আজ সকালে নাজিব রাজাক সংশ্লিষ্ট প্যাভেলিয়ন রেসিডেন্সে তল্লাশি চালিয়ে এই এই অর্থ ভর্তি ব্যাগ ও অন্যান্য মালামাল উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধারকৃত অর্থ ও অন্যান্য মালামালের পরিমান জানানো হয়নি।
মালয়েশীয় পুলিশের বাণিজ্যিক অপরাধ ইউনিটের প্রধান দাতুক সেরি অমর সিংয়ের উদ্ধৃত দিয়ে খবরে বলা হয়, ১-এমডিবি কেলেঙ্কারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়েছে। ৭২টি ব্যাগের মধ্য মালয়েশিয়ান রিঙ্গিত, মার্কিন ডলারসহ অন্যান্য মূদ্রা পাওয়া গেছে। সেই সাথে প্রচুর পরিমান স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে তারা। পুলিশ এই পর্যন্ত নাজিব রাজাক সংশ্লিষ্ট ৬টি স্থানে তল্লাশি চালিয়েছে। খবর স্টার অনলাইনের।