সাংবাদিকদের কল্যাণেই রাজনীতিতে টিকে আছে বিএনপি-হানিফ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সাংবাদিকদের কল্যাণেই রাজনীতিতে টিকে আছে বিএনপি। সাংবাদিকরা সহযোগিতা না করলে বিএনপির অস্তিত্বই থাকতো না। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিএনপি নামক এই দলটি এখন মিথ্যাবাদীর দলে পরিণত হয়ে গেছে। মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র সম্ভল।

ফাইল ফটো

হানিফ বলেন, জনগন উন্নয়নের পক্ষে আছে। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তা প্রমান হয়ে গেছে। উৎসব আর আমেজের মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসবে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে মানুষ সেই ইঙ্গিত দিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *