কেসিসি নির্বাচনে পদ্মা সেতুর হাওয়া লেগেছে নৌকার পালে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়া্মীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে কেসিসির নগর পিতা নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে খালেক পেয়েছেন ১৭৬৯০২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০৮৫৫৬ ভোট। অর্থাৎ খালেক প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করেছেন। এই নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্য ২৮৬টি কেন্দ্রের ভোট গননায় উপরোক্ত ফলাফল এসেছে। গোলযোগ ও জাল ভোটের কারনে ৩টি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, কেসিসি নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে। কেসিসি নির্বাচন পর্যবেক্ষণ কারী সংস্থাগুলিও তেমন গুরুতর অভিযোগ তুলেনি। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠ হয়েছে বলে প্রায় সকল সুত্র থেকেই জানা গেছে। কিন্ত বিএনপির পক্ষে থেকে নির্বাচনে ব্যপক কারচুপি হয়েছে বলে প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দাবি করেছেন। গতকাল ভোট চলাকালে তিনি ও তার দল বিএনপি থেকে ৪০টি কেন্দ্রে অনিয়মের কথা জানিয়েছিল। ফলাফল আসার পর মঞ্জু ১০০ কেন্দ্রে পুনঃ নির্বাচন দাবি করেছেন। গতরাতে রিজভী দাবি করেছিলেন ১৫০ কেন্দ্রে নানা ধরনের অনিয়ম হয়েছে। তিনি ১৫০টি কেন্দ্রে পুনঃ নির্বাচন দাবি করেছিলেন। আজ আবার পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কারচুপি ও জালভোটের অভিযোগ এনে এই নির্বাচন প্রত্যাখ্যন করেছেন।
কিন্ত কেসিসি নির্বাচনে সংশ্লিষ্ট অনেকের সাথে আলাপ করে নৌকার প্রার্থীর জয়ের নানা কারন পাওয়া গেছে। এর মধ্য প্রধান কারন হলো পদ্মা সেতু। আওয়ামীলীগ সরকার দেশী বিদেশী নানা প্রতিকুলতা সত্বেও পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রকল্প শেষ হলে খুলনাসহ দক্ষিন ও দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যোগাযোগে আসবে ব্যপক আমুল পরিবর্তন। এই সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিন ও দক্ষিন পশ্চিমাঞ্চলে উন্নয়নের ছুয়া লাগবে। এই বিষয়টিকে মূল্যায়ন করেই নৌকার পক্ষে কেসিসির ভোটাররা ভোট দিয়েছেন। এ ছাড়া ২০০৯ সালে ক্ষমতা গ্রহনের পর থেকে আওয়ামীলীগ সরকার সারা দেশে চোখে পড়ার মতো ব্যপক উন্নয়ন করেছে। কৃত্রিম উপগ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উড্ডয়নের ফলে আওয়ামীলীগের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে মূল্যায়ন করেও মানুষ নৌকায় ভোট দিয়েছে। মূলত পদ্মা সেতুর কারনেই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পালে হাওয়া লেগেছে সবচেয়ে বেশী।