পুরানো চাল ভাতে বাড়ে, তা আবারো প্রমান করলেন রেলমন্ত্রী মুজিবুল হক

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পুরান চাল ভাতে বাড়ে এই প্রবাদ বাক্য প্রমান করলেন আমাদের রেলমন্ত্রী। দীর্ঘদিন তিনি অবিবাহিত ছিলেন। তিনি ছিলেন কুমিল্লা চিরকুমার সভার সভাপতি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি মনে করলেন শেষ বয়সে একজন সঙ্গী থাকা দরকার। ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে তিনি কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিলেন। তার এই বিয়ে নিয়ে সারা দেশে মানুষ ইতি ও নেতি উভয় বাচকেই কথা বলেছে।
২০১৬ সালের ২৮ মে মুজিবুল হক দম্পতির প্রথম মেয়ে হয়েছিল। এবার রয়েছে আরো চমৎকার খবর। সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা জমজ সন্তানের জন্ম দেন (মাসাআল্লাহ)। এদের একজন ছেলে ও একজন মেয়ে। জমজ সন্তান নিয়ে মুজিবুল হক বেজাই খুশী। ৩১শে মে মুজিবুল হকের বয়স ৭১ বছর পূর্ণ হবে।