গাজায় বইছে রক্তের বন্যা, ইসরায়েলী সেনাবাহিনীর হামলায় ৫৫ জন নিহত
ট্রাম্পের আগ্রাসী মনোভাবের কারনে ফিলিস্তিনের গাজায় বইছে রক্তের বন্যা। জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি গাজায় বিক্ষোভ প্রদর্শন করছিল। এই বিক্ষোভে ইসরায়েলী সেনাবাহিনী নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে অন্ততঃ ৪০ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা প্রায় ২৭০০ জন। শেষ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের প্রতিবাদে ফিলিস্তিনিরা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল। নানা ধরনের শ্লোগানে বিক্ষোভ ছিল উত্তাল। সোমবার সকাল থেকেই এই বিক্ষোভ চলছিল। হঠাৎ ইসরায়েলি সেনাবাহিনী এই বিক্ষোভ মিছিলে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। মুহূর্ত্বেই শত শত বিক্ষোভকারী মাটিতে লুটিয়ে পড়ে। এই বর্বর হামলায় বিশ্বব্যপী নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ এই হামলার নিন্দা জানিয়েছে। কিন্তু বিক্ষোবের মধ্যই যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্র এই বর্বর হামলায় ইসরায়েলের পক্ষ নিয়েছে।১৯৪৮ সালে ইসরায়েল জোরপূর্বক প্রায় ৭ লক্ষ ফিলিস্তিনিকে জেরুজালেমের গাজা অংশ থেকে বেড় করে দেয়। এর পর থেকে এরা গাজার ফিলিস্তিন অংশে বাস করতে থাকে। আর ১৯৪৮ সালে বিতারিত ফিলিস্তনিদের উত্তরসূরীরাই এই বিক্ষোভে অধিক সংখ্যায় অংশ গ্রহন করেছিল।