চতুর্থ স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬০০ মিটার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আরো এক ধাপ এগিয়ে গেল পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ চতুর্থ স্পেন বসানোর মধ্য দিয়ে এই সেতুর ৬০০ মিটার এখন দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব রূপ ধারন করেছে। হয়তো আর বছর খানেকের মধ্য এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেভাবেই কাজ এগিয়ে চলেছে অবিরাম গতিতে। এই সেতু তৈরী সম্পূর্ণ হলে দক্ষিন ও দক্ষিন পশ্চিমের ২১টি জেলা্র মানুষের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

আজ পদ্মা সেতুর ৪০ ও ৪১ তম পিলারের মধ্য ১৫০ মিটার দীর্ঘ ও প্রায় ৩১০০ টন ওজনের চতুর্থ স্পেনটি বসানো হয়েছে। এ পর্যন্ত ৪টি স্পেন বসানো হয়েছে যার মোট দৈর্ঘ ৬০০ মিটার। ১৫০ মিটারের মোট ৪০টি স্পেনের ওপর তৈরী হবে ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু। স্পেনগুলি স্টীলের তৈরী। এই স্পেনের ভিতর দিয়ে যাবে ট্রেন। আর ওপর দিয়ে যাবে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *