মালয়েশিয়ার নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন জোটের সংখ্যা গরিষ্টততা লাভ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়ার সাধারন নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট সংখ্যা গরিষ্টততা লাভ করেছে। নির্বাচনে পার্লামেন্টের ২২২টি আসনের মধ্যে তার নেতৃত্বাধীন পাকাতান হারাপানের (অ্যালায়েন্স অব হোপ) জোট ১১৩টি আসনে জয় লাভ করেছে। অপরদিকে ক্ষমতাসীন বারিসান ন্যাসিওনাল (বিএন) জোট ৭৯টি আসনে জয় লাভ করেছে।
আর এই পরাজয়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন বিএন জোটের ৬১ বছরের শাসনের অবসান হল। ১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বিএন জোট মালয়েশিয়া শাসন করে আসছিল। আর মাহাথির মোহাম্মদ এই জোটের হয়েই ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে ব্যপক উন্নয়ন সাধন করেন। তিনি মালয়েশিয়াকে আধুনিক মালয়েশিয়ায় রুপান্তর করেন। একনাগারে ২২ বছর মালয়েশিয়া শাসনের পর তিনি অবসর গ্রহন করেন। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ব্যপক আর্থিক দুর্নীতি করেন। এই সময়ে জীবনযাত্রার ব্যয়ও বহুলাংশে বেড়ে যায়। নানা বিষয়ে মাহাথিরের সাথে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মতপার্থক্য সৃষ্টি হয়। এক পর্যায়ে মাহাথির বিরোধী জোটে যোগ দেন। এখন এই জয় লাভের মধ্য দিয়ে মাহাথির বিশ্বের সবচেয়ে বয়স্ক নেতা হিসাবে আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আজই তিনি মালয়েশিয়ার রাজার সাথে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহন করবেন।