খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ ১৫ই মে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিল বিভাগের আদেশ ১৫ই মে। জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিতের বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপিলের শুনানী শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আদেশের জন্য এই তারিখ ধার্য করেন।
উল্লেখ্য গত ৮ই ফেব্রুয়ারী নিন্ম আদালত জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদ জিয়াকে ৫ বছরের কারাদন্ড প্রদান করে। এর পর থেকে বেগম খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারেই আছেন। খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে জামিন আবেদন করলে খালেদা জিয়াকে ৪ মাসের জামিন প্রধান করে। হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত হয়ে যায়। পরে জামিন বিষয়ে পুর্নাঙ্গ শুনানীর জন্য আপিল বিভাগ ৮ই মে দিন ধার্য করে দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ও আজ বুধবার আপিল বিভাগে এই শুনানী অনুষ্ঠিত হয়।