গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হাইকোর্ট আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করে দিয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতায় এই স্থগিত আদেশ আসে। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ আজ এই স্থগিত আদেশ দিয়েছে্ন।
উল্লেখ্য সাভারের শিমুলিয়া ইউনিয়নের ৬টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয় ২০১৩ সালে। ২০১৬ সালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবিএম আজহারুল ইসলাম সুরুজ চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে শিমুলিয়া ইউনিয়নের উক্ত ৬টি মৌজাও ছিল। আর তাই এই ৬টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে আজহারুল ইসলাম সূরুজ একটি রিট দায়ের করেন। আজ হাইকোর্টের উক্ত বেঞ্চ শুনানী শেষে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ওপর এই স্থগিত আদেশ দিয়েছেন।