স্পেস এক্স ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল পরীক্ষা চালিয়েছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে স্পেস এক্স। সেখানকার স্থানীয় সময় সন্ধ্যায় এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানা যায়। আর এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য বিশ্লেষন করে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাঠানো হতে পারে বলে স্পেস এক্স জানিয়েছে।
স্পেস এক্স জানিয়েছে, শুক্রবারের ‘স্ট্যাটিক ফায়ার টেস্ট’ নামের ওই পরীক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ যান ফ্যালকন-৯ এ কোনো ত্রুটি ধরা পড়েনি। এটি সম্পূর্ণ কার্যকর বলে প্রমানিত হয়েছে। এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য স্পেস এক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া অফিসে পাঠানো হয়েছে। আজ বালাদেশ সময় বিকাল ৪টার পরে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। আর এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য কিছুদিনের মধ্যেই যাচাই করা হবে এবং তথ্য পর্যালোচনা শেষে শিগগির উৎক্ষেপণ তারিখ নির্ধারণ করা হবে বলে স্পেস এক্স জানিয়েছে। ধারনা করা হচ্ছে আগামী সপ্তাহের কোন এক সময় এটি মহাকাশে উৎক্ষেপণ হতে পারে।