ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে ‘ডি-লিট’ উপাধি দিচ্ছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডি-লিট’ উপাধিতে ভূষিত করতে যাচ্ছে ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। আগামী ২৬শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বিশেষ সমাবর্তনের মাধ্যমে শেখ হাসিনাকে এই উপাধি দেওয়া হবে। আগামী ২৫শে মে শেখ হাসিনা বীরভূম জেলার শান্তি নিকেতনে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ ভবনের উদ্ভোধন করার কথা রয়েছে। আশা করা হচ্ছে এই উদ্ভোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদিও থাকবেন।
এবার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তিন মহতি ব্যক্তিকে ‘ডি-লিট’ উপাধিতে ভূষিত করবেন। এরা হলেন-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এস এম ইউসুফ ও অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এর আগে এই বিশ্ববিদ্যালয় গত বছর ক্রিকেটার সৌরব গাঙ্গুলী ও বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামানকে এই পুরস্কারে ভূষিত করে।