ঢাকায় শুরু হয়েছে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ওআইসিভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। ওআইসিভুক্ত সাতান্নটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আজ সকাল দশটায় দুইদিন ব্যপী এই সম্মেলনের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, পর্যবেক্ষক দেশের সদস্যসহ প্রায় ছয় শতাধিক সদস্য অংশ গ্রহন করেছেন এই সম্মেলনে। ২৫ বছর পর বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলন উদ্ভোধন করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মুসলিম দেশগুলিকে কার্যকর প্রদক্ষেপ নিতে হবে। সম্মিলিতভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে। শেখ হাসিনা বলেন, ‘জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওআইসিকে আমি দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি’। গত আগস্ট মাসে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম নরনারী প্রান বাচাতে বাংলাদেশে প্রবেশ করে। আর এর আগে থেকেই প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।