কোনটি মা আর কোনটি মেয়ে চিনা দায়
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইয়ান চীনের একজন প্রথম কাতারের অভিনেত্রী। ১৯৯৪ সাল থেকে তিনি অভিনয় করে আসছেন। তার বর্তমান বয়স ৪৭। আর তার মেয়ের বয়স ২০। সম্প্রতি মা ও মেয়ে একটি অনুষ্টানে অংশ নিয়েছেন। এই অনুষ্টানে আগতরা প্রথমে মনে করেছিলেন এরা দুই বোন। অবশ্য পরে ভুল ভাংগে তাদের।
প্রশ্ন উঠেছে ইয়ান কিভাবে তার রূপ যৌবন ধরে রেখেছে। কিন্তু এই রহস্যের ঝট খুলেনি। রহস্য রহস্যই থেকে গেল। মা ও মেয়েকে দেখতে একই বয়সের মনে হয়।