তারেক রহমানকে ফিরিয়ে আনতে কাজ চলছে-পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। তিনি বলেন, তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে সাঁজা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে পত্র যোগাযোগ চলছে।

আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ে ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ‌উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুক্তরাজ্য সরকারের জবাবের অপেক্ষায় আছি। উল্লেখ্য দশ বছর যাবৎ তারেক রহমান যুক্তরাষ্ট্রে স্বপরিবারে বসবাস করছেন। তার বিরুদ্ধে ইতিমধ্য দুটি মামলার রায়ে একটিতে ৬ বছর ও অপর মামলায় তার ১০ বছরের সাঁজা হয়েছে। এদিকে তার পাসপোর্ট ও নাগরিকত্ব নিয়ে দেশব্যপী আলোচনা সমালোচনার মধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক জিয়া লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এতদিন কেন এটি গোপন রাখা হয়েছিল তা নিয়ে জনমনে প্রশ্ন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *